রাজনীতিলীড

বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি

নিউজ দর্পণ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাদের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দলটির জন্য মোট চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি বুলেটপ্রুফ প্রাইভেট কার ও দুটি বুলেটপ্রুফ মিনি বাস।

রবিবার (১৯ অক্টোবর) বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি দলীয়ভাবে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও আবেদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আবেদনটি এখনো বিবেচনাধীন রয়েছে।
প্রসঙ্গত, পুলিশ প্রটোকলের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থাও আছে। এটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) নামে পরিচিত। খালেদা জিয়া কোথাও গেলে তার নিরাপত্তায় বিশেষ পোশাকে সিএসএফের সদস্যদের দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *