রাজনীতিলীড

১১ জানুয়ারি বগুড়ায় ও ১৮ জানুয়ারি কক্সবাজার আসছেন তারেক রহমান


নিউজ দর্পণ, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর আগামী ১৮ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। ইউসুফ বদরী বলেন, তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িতে করে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন; কি কি কর্মসূচি রয়েছে এসব স্থান পরিদর্শন করা হচ্ছে। বিষয়গুলো দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানানো হবে। এরপরই দলীয়ভাবে তারেক রহমানের কক্সবাজার সফরসূচি ঘোষণা করা হবে। তবে আসার সম্ভাবনা বেশি। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন, এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফেরেন। সেদিন তাকে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা জানায় লাখো-কোটি মানুষ। প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী আক্রমণে ওয়াসিম আকরাম শহীদ হন। ওয়াসিম চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ। চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শহীদ ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *