কাশিয়ানীতে সরদার নূরুজ্জামানের বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
নিউজ দর্পণ, গোপালগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান বলেছেন, ‘নিরাপদ ও শান্তির জনপদ গড়ে তোলাই বিএনপির অঙ্গীকার। মানবিক, ন্যায়ভিত্তিক ঐক্যবদ্ধ সমাজ গঠন বিএনপির একমাত্র লক্ষ্য।’
শনিবার বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের কাছে দলের বার্তা তুলে ধরে এসব কথা বলেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট, সামাজিক বৈষম্য এবং মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে। সরদার মো. নূরুজ্জামান বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, রাজনৈতিক প্রতিহিংসা নয়, গণতন্ত্র ও জনগণের কল্যাণকে সামনে রেখেই একটি উন্নত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ‘বিগত ১৬ বছর দেশের মানুষ নানাভাবে নিপীড়িত, ভোটের অধিকারসহ বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দেশের সংকটময় মুহূর্তে বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে, তা শুধু দলের নয়, দেশের আপামর জনসাধারণের অধিকার ফিরিয়ে আনার একটি অঙ্গীকার।
স্বেচ্ছাসেবক দলের এ নেতা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি সত্যিকারের নিরাপদ ও শান্তির জনপদ প্রতিষ্ঠা করা সম্ভব। বিএনপির ৩১ দফা সেই লক্ষ্যেই প্রণীত হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দলের কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানান। কর্মসূচিটি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

