রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

নিউজ দর্পণ, ঢাকা: সংখ্যানুপাতে ভোট ব্যবস্থা(পিআর পদ্ধতি) বিএনপির কাছে ‘কোনোভাবেই গ্রহনযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে ব্যাংকক থেকে দেশে ফেরার পর সাংবাদিকরা কয়েকটি দলের পিআর পদ্ধতি ভোটের দাবির প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা পরিস্কার করে বলেছি, আমরা (বিএনপি) কোনো মতেই পিআর পদ্ধতি মেনে নেবো না। কারণ এই পদ্ধতি এদেশের মানুষ বুঝে না, তারা এর ইউজও জানে না। ইভিএম পদ্ধতি কতদিন চেষ্টা করা হলো সেটাও পরে বাতিল করা হয়েছে। আর পিআর পদ্ধতি তো প্রশ্নই উঠে না। আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি প্রয়োগ করা যায় না। ভোটার জানেও না সে কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা আমাদের কাছে গ্রহনযোগ্য নয়। তিনি বলেন, আমরা জনগণের সরাসরি ভোটে বিশ্বাসী। যার মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে ব্যালটের মাধ্যমে। এটাই দেশের জনগণ চায়। সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ব্যাংকক থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান, সঙ্গে তার সহধর্মিনী রাহাত আরা বেগমও ফিরেছেন। গত ১৩ আগস্ট বিএনপি মহাসচিব চোখের ফলোআপ চিকিতসায় ব্যাংকক যান। ব্যাংকক রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেন। গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের চোখের অস্ত্রোপচার হয়।
সংকট উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন বলে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, দ্রুত চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে তা থেকে উত্তরণের এক্‌মাত্র পথ এই নির্বাচন। সেটা অবশ্যই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি প্রয়োগ করা হবে না। ভোটার তা জানেও না কাকে সে ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা গ্রহনযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি প্রত্যাশা করেন সকলের অংশগ্রহনমূলক একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *