গণমাধ্যমপ্রধান সংবাদ

দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশের অনুমতি

নিউজ দর্পণ, ঢাকা: ‘‘দেশ ও জনগণের কথা বলে’’ এই সম্পাদকীয় নীতিতে বিশ্বাসী দৈনিক দিনকাল পত্রিকাটি প্রকাশের অনুমতি পেয়েছে। আজ রবিবার (১১ আগস্ট ২০২৪) বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা, জনাব আনিসুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে দৈনিকটি প্রকাশের সাময়িক অনুমতি দেয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, তথ্যের অবাধ প্রবাহ, বাক স্বাধীনতা ও পত্রিকা সংশ্লিষ্ট সাংবাদিক কর্মচারীদের স্বার্থ বিবেচনায় অনুমতি দেয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পত্রিকাটির প্রকাশক হিসেবে রয়েছেন।
২০২২ সালের ২৬ ডিসেম্বর সরকার প্রতিহিংসা বশতঃ পত্রিকাটির প্রকাশনা অনুমতি বাতিল করেছিল। বাতিল আদেশের পরিপ্রেক্ষিতে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রেস আপিল বোর্ডে আপিল করেন। পরবর্তী বছর ১৯ ফেব্রুয়ারি বোর্ড বাতিলের রায় বহাল রাখে। দৈনিকটির ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিমুল বিশ্বাস এ বাতিল আদেশ স্থগিত চেয়েছিলেন। শিমুল বিশ্বাসের আবেদনের ভিত্তিতে এখন অনুমতি দেয়া হলো।
আজ রবিবার আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দৈনিক দিনকাল-এর অফিস আদেশ বুঝিয়ে দেন পত্রিকাটির বিশেষ প্রতিবেদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে। এসময় জেলা প্রশাসনকে দৈনিক দিনকাল-এর পক্ষ থেকে ধন্যবাদ দেন তিনি। এক প্রতিক্রিয়ায় সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, ‘দৈনিক দিনকাল আবারো প্রকাশিত হচ্ছে, এর চেয়ে বড় আনন্দের খবর আজকে আর নেই। আমরা আশা করছি, দেশে বন্ধ থাকা অন্যান্য গণমাধ্যমগুলোও অচিরেই প্রকাশনায় ও সম্প্রচারে ফিরে আসবে ইনশাআল্লাহ।’
২০২২ সালের ২৬ ডিসেম্বর দৈনিক দিনকালের ডিক্লারেশন ও পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করেন জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা। দৈনিক দিনকালের পক্ষ থেকে পত্রিকাটির ডিক্লারেশন ও মুদ্রণ বাতিলের আদেশের স্থগিত আদেশ চেয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আবেদন করলে গত ২৯ ডিসেম্বর থেকে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত ছিল। এদিকে, ২০২২ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ প্রেস কাউন্সিলও পত্রিকাটির আপিল খারিজ করে দেয়।
প্রসঙ্গত, দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধী দলের মুখপাত্র হিসেবে ভূমিকা রেখে আসছিলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল ছিল সদ্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের চরম হিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ।
আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক, গণবিরোধী কর্মকা-, চুরি, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, চরম দলীয়করণ, দূর্বৃত্তায়ন নির্বাচনের নামে প্রহসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় গ্যাস-বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিভিন্ন দেশের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি, বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন, হত্যা, গুম, খুন, ইত্যাদি বিষয়ে সত্য সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দৈনিক দিনকাল আওয়ামী লীগ সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়।
এছাড়া লাখ লাখ মানুষের কণ্ঠস্বর দৈনিক দিনকাল বন্ধের ফলে পত্রিকাটিতে কর্মরত হাজারো সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী বেকার হয়ে পড়েন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের নির্দেশে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলও পত্রিকাটির আপিল খারিজ করে দেয়। এটি ছিল মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *