সারাদেশ

আ.লীগকে নিষিদ্ধ করার দাবিতে মনোহরদীতে বিক্ষোভ মিছিল

নিউজ দর্পণ, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতাকে হত্যা এবং গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র মুক্তিকামী ছাত্রজনতা।
রবিবার বেলা ১২টায় নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড থেকে পাঁচ শতাধিক ছাত্র বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রনেতা মমিনুল ইসলাম জিসান।
এসময় উপস্থিত ছিলেন রাখেন, আলী আকবর, ছাত্রনেতা সাম্মির রহমান টিপু, মহসীন হোসেন, মাহফুজুর রহমান, রোমান, মুসা প্রমুখ।
প্রধান অতিথি মমিনুল ইসলাম জিসান বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা ও মুক্তিযোদ্ধে সেনাবাহিনীর অসম সাহসীকতা ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ছিনিয়ে এনেছিলো লাল-সবুজের পতাকা। গত শনিবার গোপালগঞ্জে সেই সেনাবাহিনীর উপর আওয়ামী ফ্যাসিস্ট ভোট ডাকাত ও সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়।
এসময় ৭ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। তাছাড়া সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এতেই প্রমান হয় আওয়ামীলীগ একটা উগ্র সন্ত্রাসী দল। এজন্য অনতিবিলম্বে আওয়ামীলীগকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, সদ্য ক্ষমতা থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদীদের গত ১৬ বছরের দুঃশাসনের সময় জনগনকে ভয়ভীতি দেখিয়ে ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ কালোটাকা উপার্জন করেছে। দলীয় ক্যাডার বাহিনী ব্যবহার করে ভোটারবিহীন একতরফা করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনের ফল বাতিল করে অবিলম্বে নতুন করে স্থানীয় সরকার নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করতে হবে। বক্তারা আরো বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী লুটেরাদের দুঃশাসনের সময় যারা দুর্নীতি, লুটপাট, জনগণের সম্পদ চুরি করে ও বিদেশে পাচার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *