বৃহস্পতিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল
নিউজ দর্পণ, ঢাকা: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবণতির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী যুব দল।
রোববার সংগঠনটির সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে মহানগর ও জেলায় এই কর্মসূচি হবে।
কেন্দ্রীয়ভাবে ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্যভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে।
যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ঢাকাসহ সারাদেশের সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে ঘোষিত কর্মসূচী সফল করার আহ্বান জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।