সারাদেশ

বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, দোকানে অগ্নিসংযোগ


নিউজ দর্পণ, নাটোর:
নাটোরের লালপুরে বিকাশ লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে । ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী ওই এলাকার আবুল কাশেমের ছেলে। মহেশ্বর বাজারে তার মোবাইল ও ইন্টারনেট সরঞ্জামের দোকান রয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন নিয়ে গত ১০ জুলাই পারভেজের বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর ঠিক দুই দিন পর, শনিবার সন্ধ্যায় সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় এসে বাজারে পারভেজের দোকানে অতর্কিত হামলা চালায়। আতঙ্ক সৃষ্টি করতে প্রথমেই তারা এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুনে দোকানে থাকা মোবাইল ফোন, রাউটার, ক্যাবল, টেবিল-চেয়ারসহ বিভিন্ন মূল্যবান মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সব কিছুই ভস্মীভূত হয়ে পড়ে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ভীত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। মুহূর্তেই বাজারে চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *