জাতীয়লীড

বাংলাদেশ সার্কের চেতনাকে জীবিত রাখতে চায়: প্রধান উপদেষ্টা


নিউজ দর্পণ, ঢাকা: বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা–সার্কের মূল চেতনা ও উদ্দীপনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই বার্তা দেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘দক্ষিণ এশীয় দেশগুলোর জনগণের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতেই সার্ক গঠিত হয়েছিল। সেই চেতনার ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তামাক বিরোধী ১৭ সংগঠনের প্রতীকী কফিন র‍্যালিতামাক বিরোধী ১৭ সংগঠনের প্রতীকী কফিন র‍্যালি
রাষ্ট্রদূত দর্জি সাক্ষাৎকালে ভুটানের প্রধানমন্ত্রী শেখার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে ভুটানের মেডিকেল শিক্ষায় অব্যাহত সহায়তা এবং বাংলাদেশে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য।

রাষ্ট্রদূত আরও জানান, ভুটান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী এবং এ লক্ষ্যে তারা কাজ করে যেতে চায়। দুই দেশের যুবসমাজের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে দ্বিপাক্ষিক বন্ধন আরও মজবুত হবে।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত দর্জিকে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চীনের সহযোগিতায় বাংলাদেশে স্থাপিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মেডিকেল শিক্ষায় ভুটানি শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আগামী দিনে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *