বিনোদন

মালয়েশিয়ায় অন্যরকম পরীমণি, তুললেন ঝড়!

নিউজ দর্পণ ডেস্ক: বেশ কয়েকদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। উইজার্ড শোবিজের আয়োজনে উড়াল দেন মালয়েশিয়ায়; তার সঙ্গে রয়েছেন একমাত্র ছেলে পদ্ম।

দেশ ছাড়ার সময় সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন পরী। এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর থেকে একের পর এক বেশ কয়েকটি ছবিও ভাগ করে নেন পরীমণি। এবার এই চিত্রনায়িকাকে দেখা গেল এক আকাশচুম্বী ভবনের সামনে!
রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন নায়িকা। খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে তাকিয়েছেন; আর সেখানে যেন ধরা পড়েছে এক অন্যরকম পরীকে। আর তা দেখেই পোস্টের মন্তব্যঘরে রীতিমতো বয়ে যায় ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়া-মন্তব্যের ঝড়।

কতটা ঝড় তুলেছেন নায়িকা, তা সেই পোস্ট দেখেই অনুমেয়। কারণ, সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। মাত্র ১৪ ঘণ্টায় প্রতিক্রিয়া পড়েছে ৭২ হাজারের বেশি, মন্তব্য ৮ হাজারেরও বেশি। মন্তব্যঘরে তার অনুরাগীরা প্রশংসা, ভালোবাসায় ভরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *