জামালপুরে এনসিপির ৩০ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা
নিউজ দর্পণ, জামালপুর: জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত এনসিপির ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেজে ৩০ সদস্য বিশিষ্ট এই সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। জামালপুর জেলা কমিটিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানকে প্রধান সমন্বয়কারী করে ৬ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২৩ জনকে সদস্য করে ৩০জনের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম সমন্বয়কারী হলেন— মশিউর আমিন শুভ, হিফজুর রহমান বকুল, আশরাফুল ইসলাম বুলবুল, খলিলুর রহমান লিটন, মো. ফজলুর রহমান ও শহিদুর রহমান সম্রাট। প্রকাশিত কমিটিকে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি চূড়ান্তভাবে গঠন হওয়ার আগ পর্যন্ত জামালপুর জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— মুফতি আব্দুর রউফ, আব্দুল আজিজ, আব্দুল মালেক, মো. রাকিবুল হাসান, মীর জাকির হোসেন মালেক, মো. রবিউল ইসলাম আদিল, আব্দুল্লাহ আল আবিদ সৌরভ, দিদার খান, ফয়সাল আবি ওয়াক্কাস রাকিব, সুমন শেখ, মো. ফরহাদ আলী, রবিউল আলম, শাহজাহান আলী, অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিক, লেমন মিয়া, আরাফাত হোসেন শাকিল, আফরিন জান্নাত আঁখি, আনোয়ারুল কবির, মোছা. মেঘলা খাতুন, ইয়াছিন মিয়া, সৌরভ হাসান, সোহান আহমেদ, ফুলু সরকার।
জামালপুর জেলা সমন্বয় কমিটি গত ১৯ জুন স্বাক্ষরিত হলেও (২৯ জুন) এনসিপির ভেরিফাইড ফেসবুকে তা প্রকাশ করা হয়।
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান জানান, এটি সমন্বয় কমিটি যা সার্চ কমিটি হিসেবে কাজ করবে। আগামী তিন মাসের মধ্যে জেলার সর্বাধিক যোগ্য লোকদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করবো। এরপর প্রতিটি উপজেলা ও ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।