সারাদেশ

ভাসানচর থেকে পালানোর পথে সন্দ্বীপে ২১ রোহিঙ্গা আটক

নিউজ দর্পণ,নোয়াখালী: নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে চট্টগ্রামে পালিয়ে যাওয়ার পথে সন্দ্বীপে ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) সকালে সন্দ্বীপের ছোঁয়াখালি ঘাট থেকে তাদের আটক করা হয়।

এর আগে রোহিঙ্গাদের বহন করা ট্রলারটি সন্দ্বীপ উপকূলে বিকল হয়ে পড়লে স্থানীয়রা শরণার্থীদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। জানা যায়, রোহিঙ্গাদের ওই দলটিতে ১৭ পুরুষ, এক নারী ও তিনজন শিশু ছিল।

রবিবার ভোরে তারা চট্টগ্রামের উদ্দেশে ভাসানচর থেকে রওনা দিলেও সন্দ্বীপের দক্ষিণ–পূর্ব উপকূলের কাছে পৌঁছালে তাদের ট্রলারটি বিকল হয়ে পড়ে। পরে স্রোতে ভাসতে ভাসতে ছোঁয়াখালি ঘাটের কাছে এসে ট্রলারটি স্থলভাগে আটকে পড়ে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শরণার্থীভর্তি ট্রলারটি রেখে পালিয়ে যান ট্রলারটির চালক ও সহকারীরা।

ট্রলার থেকে রোহিঙ্গা শরণার্থীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা ২১ রোহিঙ্গাকে আটক করি। বিকাল তিনটায় অন্য একটি ট্রলার ঠিক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আবার ভাসানচরের ক্যাম্পে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাদের তিনজনের বয়স পাঁচ বছরের কম ও অন্যদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *