আসুন, যার যার অবস্থান থেকে দেশটাকে গড়ে তুলি: তারেক রহমান
রফিক মৃধা, নিউজ দর্পণ: যার যার অবস্থান থেকে দেশটাকে গড়ে তোলার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসুন আমাদের যার যতটুকু অবস্থান আছে, আসুন সেখান থেকে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করি। আজ সোমবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কারযালয়ে আসার পরে দোতলায় ভেলকনিতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতা-কর্মী-সমর্থকদের প্রতি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এমনি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তখনই সেটাকে আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশটাকে গড়ে তুলি।
তারেক রহমান নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এখন সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিন যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি বলেন, আজকে এখানে আমাদের কোনো অনুষ্ঠান নেই। আমরা যদি এই রাস্তটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু কোনো অনুষ্ঠান নেই। সেজন্য যত দ্রুত সম্ভব আমরা যেন এখান থেকে চলে যাই। ইনশাল্লাহ কর্মসূচি যখন নেবো তখন আপনাদের সামনে বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন।
গতকাল বিকাল ৪টা ৫মিনিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ব্যাপক মানুষের ভিড় ডিঙিয়ে তারেক রহমান গাড়ি কার্যালয়ের সামনে আনতে নিরাপত্তা কর্মীদের ভীষন বেগ পেতে হয়। বিকাল তিনটার দিকে গুলশানের বাসায় থেকে বের হয় তারেক রহমানের গাড়িবহন। নয়াপল্টন সড়কে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি তার গাড়িবহর ধীর গতিতে এগুয়। তারেক রহমানের গাড়ি যখর কার্য়ালয়ের সামনে পৌঁছায় তখন নেতা-কর্মীরা মুহুর্র মুহুর্র করতালির দিয়ে তাদের নেতাকে শুভেচ্ছা জানায়।
দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারে যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের পাশেই এই কক্ষটি নতুনভাবে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য। ১৭ বছর পর নয়াপল্টনে এটি প্রথম তারেক রহমানের অফিস করা। গত রোববার প্রথম অফিস করেন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। লন্ডনে থেকে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের জামিন নিয়ে স্বপরিবারে লন্ডন যান। সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারেননি তিনি এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কণ্যা ব্যারিস্টার জাইমা রহমান।

