বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৬ অক্টোবর ভোট
নিউজ দর্পণ, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। চলতি বছরের ৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল একই দিন সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে।
প্রথমে বোর্ডের পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা অ্যাসোসিয়েশন থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালক মনোনীত করবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য শুধুমাত্র নির্বাচিত পরিচালকরা ভোট দেবেন। সভাপতি পদের জন্য আগ্রহী প্রার্থীকে প্রথমে পরিচালক নির্বাচিত হতে হবে। সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে এবং রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অন্য কেউ এখনো আগ্রহ প্রকাশ করেননি।
হালনাগাদ তফসিল অনুযায়ী:
২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
২৬-২৭ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ, ২৮ সেপ্টেম্বর জমা।
২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ।
১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত তালিকা প্রকাশ।

