খেলাধুলা

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের


নিউজ দর্পণ: বৃহস্পতিবার চীনের দাজহুতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হচ্ছে এক সাথেই। প্রথম দিনে বাংলাদেশের ছেলেদের ম্যাচ ছিল হংকংয়ের বিরুদ্ধে। ৩-০ গোলে জিতে শুভসূচনা করেছে বাংলাদেশের ছেলেদের দল।

বাংলাদেশের জোড়া গোল করেছেন দ্বীন ইসলাম। ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর ২০ ও ২৬ মিনিটে দুটি গোল করেন তিনি। প্রথমটি ছিল ফিল্ড গোল, দ্বিতীয়টি করেছেন পেনাল্টি কর্নার থেকে। দলের তৃতীয় গোলটি পেনাল্টি কর্নার থেকে করেছেন অমিত হাসান।

২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের সর্বশেষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে তাদের কাছেই হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবার টুর্নামেন্টে খেলছে না ভারত।

এবার ছেলেদের বিভাগে অংশ নিচ্ছে ১১টি দল। বাংলাদেশের গ্রুপে হংকংয়ের পাশাপাশি রয়েছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা। মেয়েদের বিভাগে বাংলাদেশের প্রথম ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ শক্তিশালী জাপান। আট দলের মেয়েদের বিভাগে বাংলাদেশের গ্রুপ সঙ্গী আরও দুটি দল-উজবেকিস্তান ও হংকং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *