খেলাধুলা

বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন না মেসি

নিউজ দর্পণ, স্পোর্টস ডেস্ক: গেল শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ভক্তদের জন্য খুশির খবর যে, আর্জেন্টাইন তারকাকে বেশিদিন মাঠের বাইরে থাকতে হবে না। কেননা তার চোট বেশি গুরুতর নয়। তবে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকালে লিগস কাপে পুমাস ইউএনএম-এর বিপক্ষে মেসি খেলতে পারবেন না, এটি নিশ্চিত।

নেকাক্সার বিপক্ষে চেজ স্টেডিয়ামে ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট পান মেসি। মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, হ্যাঁ, আমি মেসির সঙ্গে কথা বলেছি। ক্লাব ইতিমধ্যে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে, চোটটা হালকা। খারাপ খবরের মধ্যেও এটা ভালো দিক। আমরা কখনও ফিরতি সময় নির্দিষ্ট করে বলতে চাই না, বিশেষ করে মেসির ক্ষেত্রে। সে সাধারণত দ্রুত সেরে ওঠে। তাই দেখা যাক কী হয়। তবে আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে না, সেটা নিশ্চিত। এরপর আমরা পর্যবেক্ষণ করবো তার অগ্রগতি কেমন হয়।

এদিকে, পুমাসের বিপক্ষে লিগস কাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে দলের ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকন খেলতে পারবেন। কারণ নেকাক্সার বিপক্ষে লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করেছে ডিসিপ্লিনারি কমিটি।

মাচেরানো বলেন, আমরা লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছিলাম। অবশেষে আমাদের পক্ষে রায় এসেছে। আমরা তখনই মনে করেছিলাম এটা অন্যায় সিদ্ধান্ত। এখন সেই ভুল সংশোধন হয়েছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে এই সময়টায়। কালকে (বৃহস্পতিবার) তাকে শুরুতে খেলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত আমরা পরে নেবো।

লিগস কাপের নতুন ফরম্যাট অনুযায়ী, মিয়ামির অবশ্যই পুমাসকে হারাতে হবে। যাতে তারা গ্রুপ পর্বে এমএলএস টেবিলের প্রথম চার দলের মধ্যে থাকতে পারে। আর সেরা চার দলের মধ্যে না থাকতে পারলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে মেসিদের। সে হিসেবে বাঁচা-মরার ম্যাচে মেসিকে পাচ্ছে না মিয়ামি।

দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মিয়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে জিতে এক অতিরিক্ত পয়েন্ট পেয়েছে মিয়ামি।

বৃহস্পতিবারের ম্যাচের পর ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ আগামী সোমবার। ওই ম্যাচে এমএলএসের নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *