ব্যাটে-বলে বিধ্বংসী পারফরম্যান্সে দলকে জেতালেন সাকিব
নিউজ দর্পণ, স্পোর্টস ডেস্ক: একদিকে তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ জাতীয় দল ব্যাটে-বলে ধুঁকছে। অন্যদিকে ৩৮ বছর বয়সেও ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন জাতীয় দলে উপেক্ষিত তারকা সাকিব আল হাসান।
শুধু আলো ছড়ানো নয়, রীতিমতো বিধ্বংসী পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন সাকিব। প্রভিডেন্সে গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে সাকিবের দল দুবাই ক্যাপিটালস ২২ রানে হারিয়েছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে।
সাকিব ব্যাট হাতে ৩৭ বলে ৭ চার আর ১ ছক্কায় হার না মানা ৫৮ রান করার পর বল হাতে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।
প্রথমে ব্যাট করে সাকিবের ব্যাটে চড়েই ৭ উইকেটে ১৬৫ রান তোলে দুবাই ক্যাপিটালস। অথচ তারা এক সময় ১০৮ রানে হারিয়েছিল ৬ উইকেট। পাঁচ নম্বরে নেমে ৩৭ বলে ৭ চার আর ১ ছক্কায় হার না মানা ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাকিব।
এরপর সাকিবের তোপে পড়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ৮ উইকেটে ১৪৩ রানেই থেমে যায়। দলটির প্রথম ৫ উইকেটের ৪টিই নেন সাকিব।
৪ ওভার বল করে একটি মেইডেনসহ ১৩ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব।