রাজনীতি

বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা হচ্ছে : মির্জা ফখরুল

নিউজ দর্পণ, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে। যে কারণে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।

আজ রোববার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহবাগে ছাত্রদলের সমাবেশ তিনি এই কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের পাশের দেশে ভারতে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। সেখান থেকে হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনোদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না। শপথ নিতে হবে, কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *