রাজনীতি

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে: নাহিদ

নিউজ দর্পণ, যশোর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না। এনসিপি জনগণের সঙ্গে ইনসাফ করার লোক চায়। জুলাই পদযাত্রার ১১তম দিনে শুক্রবার বিকেলে যশোরের পথসভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতা-কর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে।

শহরের জজকোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এ পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না। তিনি আরও বলেন, বাংলাদেশর মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আমরা মেনে নিবো না।

দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় যশোরে পথসভায় দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ কেউ এনসিপিকে নির্বাচনবিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনও নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।

এ সময় বক্তব্য দেন – জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের রেল-রোডস্থ চার খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে বেলা ১২টার দিকে যশোরের জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রায় মিলিত হন তারা। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়। পথসভা শেষে খুলনার উদ্দ্যেশে রওয়ানা হয় জুলাই পদযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *