রাজনীতি

ঐকমত্য কমিশন অনৈক্য তৈরি করেছে: মিন্টু

নিউজ দর্পণ, ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সাফল্য নেই, বরং এর ফলে দেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (২ আগস্ট) ঢাকার যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

ঐকমত্য কমিশনের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টির অভিযোগ তুলে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘এটাকে ঐকমত্য কমিশন না বলে অনৈক্য কমিশন বললে মানুষের বুঝতে সুবিধা হবে। কারণ এভাবে তো একটা দেশে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় না। তাদের সব আলোচনাই রাজনৈতিক। ক্ষমতার বিলিবণ্টন কীভাবে হবে, কার কাছে কত ক্ষমতা থাকবে। কিন্তু মানুষের জন্য গুরুত্বপূর্ণ আয়ের বিলিবণ্টন। ক্ষমতার বিলিবণ্টন জরুরি, কিন্তু আয়ের বিলিবণ্টনের কোনো ইস্যু দেখেছেন সেখানে (ঐকমত্য কমিশন)। আমি তো দেখি নাই।’

গোলটেবিল বৈঠকে কয়েকজন আলোচক অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতির বেশকিছু সূচকে উন্নতি বা স্থিতিশীলতার কথা উল্লেখ করেন। তবে রিজার্ভ বৃদ্ধি বা ডলারের দাম নিয়ন্ত্রণে রাখাই সার্বিক অর্থনীতির উন্নতি নির্দেশ করে না উল্লেখ করে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে কোনো প্রাপ্তি নেই। বরং অর্থনীতি খারাপের দিকে গেছে।’

এছাড়া দেশে আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশার কথা শোনান তিনি।

দেশের বর্তমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘দেশে নির্বাচিত সরকার লাগবে। আমরা যে নির্বাচন চাচ্ছি, সেটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। যে অধিকারের জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *