এ দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করুন: মির্জা ফখরুল
নিউজ দর্পণ, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই—অবিলম্বে দেশের সংস্কারগুলো শেষ করুন এবং সনদ ঘোষণা করুন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই সময়টার মধ্যে নির্বাচন দিন। মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভার আয়োজন করেছে শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। সভাপতিত্ব করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে খবরের কাগজে দেখলাম—১২টি মৌলিক বিষয়ের পরিবর্তনে সবগুলো দল একমত হয়েছে। এজন্য আমি ড. আলী রিয়াজকে ধন্যবাদ জানাই। আমাদের অনেকে খোঁটা দেয়—আমরা নাকি সংস্কার চাই না। কিন্তু সংস্কারের চিন্তাটাই তো আমাদের। সংস্কারের শুরুটা হয়েছে আমাদের দিয়েই। আমরা সংস্কারকে ভয় পাই না, আমরা সংস্কারকে স্বাগত জানাই।
তিনি বলেন, পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বুঝেই না। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তারা পিআর বুঝবে কীভাবে? দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এটাকে প্রমোট করে। শুধু প্রমোট নয়, তারা পণ করে বসে আছে—এটা (পিআর পদ্ধতি) না হলে তারা নির্বাচনে যাবে না।
সরকারকে উদ্দেশ করে বিএনপির এই মহাসচিব বলেন, এ দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করুন। প্রতিনিধিত্বের ব্যবস্থা এবং পার্লামেন্টে নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলেই সমস্যার সমাধান হবে। বাইরে থেকে এসে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না।
স্মরণসভায় এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।