বিনোদন

সহশিল্পীর সঙ্গে রোম্যান্টিক পোজ, চমকে দিলেন জয়া

নিউজ দর্পণ ডেস্ক: ওপার বাংলায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’। কাজেই এখন অভিনেত্রীর ব্যস্ততা শুধু এই সিনেমা ঘিরেই। আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর এই সিনেমাটি। শুধু তাই নয়, টালিউডের জয়ার আরও কিছু প্রোজেক্টও রয়েছে মুক্তির অপেক্ষায়।

‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন জয়া আহসান। এ সময় অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক পোজে দেখা যায় সহশিল্পী চন্দন রায় স্যানালকে; যা দেখে চমকে গেছে দর্শক, অনুরাগীরা।

এই ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। সিনেমাটিতে রয়েছে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও। এ নিয়ে জয়ার বক্তব্য, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এরকম দৃশ্যের জন‌্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টোনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।’

তবে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর উপহার হিসেবে।

এদিকে, ওপার বাংলায় জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এছাড়াও আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *