ভারতে নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯
ঢাকা গ্রাফ ডেস্ক: ভয়াবহ সেতু দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে ভারতের গুজরাটে। বুধবার (৯ জুলাই) সকালে ভারি বর্ষণের কারণে ভেঙে পড়ে গম্ভীরা সেতু, যা আনন্দ ও বরোদা জেলার মধ্যে সংযোগ স্থাপন করত।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সেতুটি ধসে পড়ার সময় দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ বেশ কয়েকটি যানবাহন মহীসাগর নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী দল। এখনো উদ্ধারকাজ চলছে।
সেতু ধসে যাওয়ায় আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বর জেলার মধ্যে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রশাসন বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে।
এ দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে গুজরাটের পরিকাঠামো নিয়ে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যেখানে বিজেপি অন্য রাজ্যের সেতু দুর্ঘটনায় রাজনৈতিক আক্রমণ চালিয়েছে, সেখানে গুজরাটে একের পর এক ব্রিজ ধসের দায় কার?
এর আগে, মোরবি সেতু ধসে বহু প্রাণহানির ঘটনা এখনো মানুষের মনে তাজা। গম্ভীরা সেতুর ঘটনা সেই ক্ষতকে আবার উসকে দিয়েছে। সমালোচকদের মতে, তথাকথিত ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর বাস্তব চিত্র হলো—বৃষ্টিতে সেতু ভেঙে পড়ে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, প্রাণ হারায় সাধারণ মানুষ। সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল