পদোন্নতি-বরাদ্দের নামে প্রতারণা, সতর্ক করলো মাদ্রাসা অধিদপ্তর
নিউজ দর্পণ, ঢাকা: পদোন্নতি, এমপিওভুক্তিকরণ, বরাদ্দ প্রদানসহ নানা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নামে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে চলছে এই প্রতারণা। এমনকি এসব চক্র সরকারি লোগো, প্যাড, সিল ও স্বাক্ষর জাল করেও বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করছে।
এ অবস্থায় সংশ্লিষ্টদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে শিক্ষক-কর্মচারীদের ফোন করে টাকা দাবি করছে এক শ্রেণির প্রতারক। অনেকে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য প্ল্যাটফর্মে অধিদপ্তরের কর্মকর্তাদের ছবি ব্যবহার করেও প্রতারণা করছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তি, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, ডিজির প্রতিনিধি মনোনয়ন, ইনডেক্স নম্বর সংশোধন, প্রশিক্ষণে মনোনয়ন, অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা দাবি করা হচ্ছে। বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে এসব অর্থ নেওয়া হচ্ছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করেছে, তাদের কোনো সেবা গ্রহণে অর্থ প্রদানের প্রয়োজন নেই। সব কার্যক্রম নির্ধারিত বিধি-বিধানের আওতায় পরিচালিত হয় এবং নিয়মিতভাবে ওয়েবসাইটে হালনাগাদ করা হয়। এমনকি যারা প্রতারণার শিকার হচ্ছেন বা হচ্ছেন বলে সন্দেহ করছেন, তাদের দ্রুত অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতারকদের ব্যবহৃত মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জানানোর অনুরোধও করা হয়েছে।