আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতাকে পুলিশে দিল জনতা
নিউজ দর্পণ, ঢাকা: রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১৭ জুন) রাতে নগরীর সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে বের করে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশে দেওয়া আওয়ামী নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল। এ মামলায় তিনি জামিনে ছিলেন।
জানা গেছে, আবাসিক হোটেলে আওয়ামী নেতা লুকিয়ে এমন খবরে সেখানে যায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে হোটেল থেকে তাকে বের করে জেরা করতে থাকেন তারা। এ সময় মাইনুল বলেন, তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে। এ মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন। শহরের কোনো থানায় তার নামে মামলা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। তাকে আদালতে পাঠানো হবে।’