রাজধানী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামপুরে দোয়া মাহফিল


নিউজ দর্পণ, ঢাকা:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা রাজধানীর শ্যামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন। দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, আপনারা জানেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতার জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেশের মানুষের সেবায় ফিরিয়ে আনেন।
তিনি আরও বলেন, ঢাকা-৪ আসনে বিএনপি থেকে তানভীর আহমেদ রবিনকে মনোনীত করা হয়েছে। তার বাবা সারাজীবন আপনাদের পাশে ছিলেন। আপনারা তাকে সুযোগ দিলে তিনি-ও আপনাদের পাশে থেকে সেবা করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন, যে মানুষটি সারা জীবন দেশ ও জাতির জন্য কাজ করেছেন এবং কখনো কারও কাছে মাথা নত করেননি- সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ আমরা সবাই একত্রিত হয়েছি। তার সুস্থতার জন্য দোয়া করবেন। যেভাবে আমরা দলমত নির্বিশেষে একত্র হয়েছি, আগামীতেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করব।
তিনি আরও বলেন, আমার বাবা সালাউদ্দিন আহমেদ আপনাদের ভোটে তিনবার সংসদ সদস্য হয়েছেন। যেভাবে তাকে পাশে পেয়েছেন, আমাকেও আপনাদের পাশে পাবেন সবসময়।
দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি-স্থিতিশীলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *