গণমাধ্যম

এসএসসি-এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডিআরইউ


নিউজ দর্পণ, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সংগঠনের শফিকুল কবির মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের কৃতী সন্তানদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। তোমরা শুধু জিপিএ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। তোমরা নিজেরা আলোকিত হলে তবেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফলতা আসবেই। এ সময় তিনি ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান বলেন, সাংবাদিকরা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনেক সুযোগ আছে। আমি আশা করবো জাতির বিবেক হিসেবে সাংবাদিকরা দেশ গঠনে ভূমিকা রাখবে। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে আজকের বাচ্চাদের ওপর। এদেরকে সঠিক শিক্ষা ও গাইডলাইন দিতে পারলে বাংলাদেশ সঠিক পথে এগুবে। প্রত্যেক সন্তান মা-বাবা-সমাজ তথা দেশকে আলোকিত করবে এই শিশুরা। ডিআরইউর এই আয়োজনে বাচ্চাদের সঙ্গে সময় দিতে পেরে আমি আনন্দিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ডিআরইউকে ধন্যবাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূইয়া, সুমন চৌধুরী, মো. সলিম উল্ল্যা (এস.ইউ সেলিম)।
অনুষ্ঠানে এসএসসি-২০২৫ এর ২৩ জন ও এইচএসসি-২০২৪ এর ১৪ জনসহ মোট ৩৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়। এসবিএসি ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *