প্রধান নিউজরাজনীতি

গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: খসরু

নিউজ দর্পণ,ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আওতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই। তিনি বলেন, “ভবিষ্যতে নির্বাচনে জয়লাভ করে সংসদে সংবিধানে গণভোট সংযুক্ত করার পর গণভোটের পথে যাওয়া সম্ভব।”

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে অংশ নেন আমীর খসরু। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, কথায় কথায় গণভোটের দাবিতে রাস্তায় না নামার জন্য। তিনি বলেন, “আপনারা মাঠে গিয়ে জনগণের কাছে দাবিসমূহ তুলে ধরতে পারেন। কথায় কথায় রাস্তায় নামলে সংঘর্ষের সৃষ্টি হতে পারে।”

বিএনপি নেতা আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বৈরাচারী মনোভাব চলে আসছে। ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই। চ্যাপ্টার ক্লোজড। আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেবেন না। ক্ষমতায় এলে পরিবর্তন করবেন।”

চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচন পেছানোর চেষ্টা যারা করছে, তাদের মধ্যে অন্তর্কোন্দলের মাধ্যমে এই ঘটনা ঘটেছে বলে আমাদের সন্দেহ রয়েছে।”

তিনি প্রাইভেট সেক্টর ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বাড়িতে বসেই যেন লাইসেন্স পাওয়া যায়, আমরা সেটা করব। যত বেশি জনগণকে ক্ষমতায়ন করা যাবে, তত দেশের উন্নয়ন হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রত্যেক নাগরিককে নিশ্চিত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *