রাজনীতি

বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে : মির্জা আব্বাস

নিউজ দর্পণ, ঢাকা: বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরোনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তি কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে, তা-ই করা হয়েছে।

জামায়াতে ইসলামীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যারা একসময় বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে আবার দেশের শাসনভার দাবি করতে পারে? তারা ধর্মের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে এবং স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। তারা মনে করছে, আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু আসলে সব আওয়ামী লীগ দেশপ্রেমিকদের ভোট দেবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

মনোনয়ন নিয়ে বিএনপির এ নেতা বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবেচিন্তে করেছেন। বিশাল নির্বাচনি যাত্রাপথে নেমেছি। সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে।

মির্জা আরও বলেন, দেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে ঠিক করে কারা দেশ চালাচ্ছে, তা স্পষ্ট নয়। সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু কী সংস্কার করা হলো, তা বোঝা যাচ্ছে না। বেকার সমস্যা বেড়েছে, মানুষের জীবনের চাপ বৃদ্ধি পেয়েছে, ঢাকায় ফুটপাতের দোকানও বাড়ছে, কিন্তু সরকারের দৃষ্টি সেগুলোর দিকে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *