আইন-আদালত

দুর্নীতির মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ দর্পণ, ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রবিবার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০০৯ সালের ৫ জানুয়ারি দুদকের উপপরিচালক এস. এম. মফিদুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গয়েশ্বর চন্দ্র রায়ের নামে রাজধানীর রায়ের বাজারে একটি ছয়তলা বাড়ি ও কেরানীগঞ্জে পিতার জমিতে আরেকটি বাড়ি নির্মাণের খরচের উৎস নিয়ে অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া ইলেকট্রনিক সামগ্রীসহ তার মোট ২ কোটি ৮৬ লাখ টাকার সম্পদকে জ্ঞাত আয় বহির্ভূত বলে অভিযোগ করা হয়।

তদন্ত শেষে ২০০৯ সালের ৫ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষ্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *