ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৩ মাদ্রাসাছাত্রী, এখনও সন্ধান মেলেনি
নিউজ দর্পণ, ঢাকা: ঠাকুরগাঁওয়ে একসঙ্গে তিন মাদ্রাসাছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৮ সেপ্টেম্বর রাত ১২টার পর সদর উপজেলার হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়। এখনও তাদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজরা হলো— দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুঁই (১৪), একই উপজেলার জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার আয়শা সিদ্দিকা (১৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে তারা মাদ্রাসার দোতলার বারান্দা থেকে বেরিয়ে প্রথমে রিকশায় করে বাসস্ট্যান্ডে যায়। পরে সেখান থেকে ঠাকুরগাঁও রেলস্টেশনে পৌঁছায়। তাদের উদ্দেশ্য ছিল ঢাকায় যাওয়া। কিন্তু কোনো ট্রেন না পেয়ে তারা শহরের একটি আবাসিক হোটেলে রাত কাটায়। পরদিন আবার রেলস্টেশনে গিয়ে পীরগঞ্জগামী একটি অটোরিকশায় ওঠে। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার জানিয়েছে, তারা মাদ্রাসার আবাসিকে থাকত। আবাসিকের দায়িত্বে অবহেলা, দেরিতে পরিবার ও পুলিশকে জানানোসহ বিভিন্ন অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
তাদের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে পরিবার জানিয়েছে। এ নিয়ে ইতোমধ্যেই পোস্টার ছাপানো হয়েছে।
সন্ধান পেলে যোগাযোগের জন্য নম্বরগুলো প্রকাশ করা হয়েছে—
📞 01728166460
📞 01740815058
📞 01745046918
📞 01303935636

