সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, এক মাসেই ৭৬ জনের মৃত্যু
নিউজ দর্পণ, ঢাকা: চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু এই মাসেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৭৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ মাসেই বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে ৭, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন ও আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সেপ্টেম্বরে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন। অন্যদিকে, এ পর্যন্ত ৪৪ হাজার ৭৯৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

