জাতীয়প্রধান নিউজ

নখদন্তহীন মানবাধিকার কমিশন চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য

নিউজ দর্পণ, ঢাকা: বিগত সময়ে নখদন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমরা ওইরূপ নখদন্তহীন ও মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন চাই না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের ব্যানারে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০০৯ সালে ড. ফখরুউদ্দিন সরকারের সময় মানবাধিকার কমিশন গঠনের জন্য আইনের খসড়া তৈরি হয়। পরবর্তী সরকার সেই আইন অনুমোদন দেয় এবং ওই আইনের ভিত্তিতে চেয়ারম্যানসহ কমিশনের নিয়োগ হয়। তবে দীর্ঘ সময়ে বিভিন্ন চেয়ারম্যান দায়িত্বে থাকলেও কমিশনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ছিল। ২০২৪ সালের ৭ নভেম্বর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কমিশন বাতিল করা হয়। প্রায় এক বছর ধরে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন নেই, অথচ অন্যান্য কমিশন গঠিত হয়েছে।

তিনি বলেন, খসড়া আইনে নতুনত্ব কী আছে, তা প্রশ্নসাপেক্ষ। দেশের পিছিয়ে পড়া মানুষের মানবাধিকার রক্ষায় বাস্তবায়নযোগ্য কাঠামো এখানে দৃশ্যমান নয়। অতীতে যেভাবে অকার্যকর কমিশন দেওয়া হয়েছিল, তেমন কমিশন আবার চাই না। আমাদের প্রয়োজন কার্যকর, দক্ষ ও সাহসী কমিশন।

তিনি আরও বলেন, “নখদন্তহীন কমিশনের মাথায় মেরুদণ্ডহীন ভালো মানুষ বসালে কোনো সুফল আসবে না। আমাদের এমন মানুষ চাই, যারা সৎ, নীতিবান এবং সরকারের সঙ্গে লড়াই করার মতো সাহস রাখে।”

এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, অতীতে মানবাধিকার কমিশন পার্বত্য চট্টগ্রামের ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। নতুন খসড়া আইনেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্বের বাধা বাদ দেওয়া হয়েছে, যা উদ্বেগজনক। একইসঙ্গে আমলাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে, যা প্যারিস চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, নতুন আইনে কমিশনের ম্যান্ডেট আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কমিশনকে নির্ভরযোগ্য অনুসন্ধানী ক্ষমতা প্রয়োগ, ভুক্তভোগী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সক্ষমতায় সমৃদ্ধ করার পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *