ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
নিউজ দর্পণ, ঢাকা: আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মমিনপুর ইউনিয়ন বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে বলেছেন। এই নির্বাচনে সাধারণ জনগণ, শ্রমিক ও মেহনতি মানুষদেরকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বিজয়ী হওয়া কোনভাবে সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে যে যেভাবেই ষড়যন্ত্র করুক না কেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্র করে কাজ হবে না। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের সৈনিক। আওয়ামী লীগ এবং আন্তর্জাতিকভাবে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। দেশের গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন হবে। তাই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ সময় তিনি আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়ন, ঘোলদারি সহ উপজেলা প্রতিটি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এই সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।