স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
নিউজ দর্পণ, ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপারসন বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।
দলীয় সূত্রে জানা যায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেল টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।