জাতীয়প্রধান সংবাদ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিউজ দর্পণ, ঢাকা: শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আজ ০২ মে রাত ৯টা ১০ মিনিটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার বাসা ফিরোজায় পৌঁছান। এরাগে বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতাল থেকে রাত সাড়ে আটটায় বাসার উদ্দেশে রওনা দেন।
গুলশানের বাস ‘ফিরোজা’ থেকে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরা্আগে গত ৩০ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন। চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিতসা দেন। এরপর তাকে বাসায় চিকিৎসকদের নিবিড পর্যএবক্ষনে হাসপাতালের ছাড়পত্র দেয়া হয়।

সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পরই তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তাঁর সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি ছয় মাস পরপর বাড়ানো হলেও তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *