জাতীয়প্রধান সংবাদ

উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব: প্রধানমন্ত্রী

নিউজ দর্পণ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব। ব্যয়ও সাশ্রয়ী হতে হবে। যথাযথ বাস্তব পরিকল্পনার জন্য এগিয়ে যাচ্ছে দেশ।

শনিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ-আইইবির ৬১তম কনভেনশনে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ-আইইবির ৬১তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’। কনভেনশনে সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *