৭৬ শ্রমিককে করোনার ভুয়া রিপোর্ট, রিজেন্ট হাসপাতালের এমডি গ্রেফতার
নিউজ দর্পণ, ঢাকা: মেট্রোরেলের ৭৬ জন শ্রমিককে কভিড-১৯ পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার ভোরে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার এসআই ইয়াদুর রহমান জানান, মেট্রোরেলের ৭৬ শ্রমিককে কভিড-১৯ পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
করোনা ভুয়া রিপোর্ট দেয়া ও প্রতরণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যনা মোহাম্মদ সাহেদ বর্তমানে কারাগারে। সম্প্রতি তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।