স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু আর নাই
নিউজ দর্পণ ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সকাল ১০ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় এপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন। শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শফিউল বারী বাবুকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে রাত দেড়টার দিকে অ্যাপোলো হসপিটালে স্থানান্তর করা হয়।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে শফিউল বারী বাবুর মরদেহ তার জন্মাস্থান লক্ষীপুর রামগতিতে নেয়া হবে। এরপর উপজেলায় বাদ আসর নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হবে। মঙ্গলবার সকালে শফিউল বারী বাবুর মরদেহ মোহাম্মদপুর আল মার্কাজুলে গোসল করানো হয়। এরপর গোসল শেষে ৪৫ নিউ ইস্কাটন বিএম-এর গলিতে মরহুমের বাসার সামনে নয়াপল্টনে জানাজার আগে পর্যন্ত লাশ বাহী গাড়ি রাখা হয়।