’সৌরভ গাঙ্গুলী যা করেছেন তা যথেষ্ট নয়’

নিউজ দর্পণ ডেস্ক: আবারো অভিযোগের তীর ছুটলো সৌরভ গাঙ্গুলীর দিকে। সাবেক ক্রিকেটারদের দেয়া প্রতিশ্রুতির কোনো শর্তই এখন পর্যন্ত মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। ভারতের সাবেক ক্রিকেটারদের সংগঠন আইসিএ’র পক্ষ থেকে এমন গুরুতর অভিযোগ করা হয়। সাবেক ক্রিকেটারদের কিছু দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছিলেন সৌরভ। সে সবের নাকি কিছুই হয়নি এখনো। কয়েকদিন আগেই তিরাশির বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ বলেছিলেন, বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলী যা করেছেন তা যথেষ্ট নয়। এমন কী বিসিসিআই’র অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না বলেও দাবি তোলেন তিনি।
এদিকে ১০ মাস কেটে গেলেও সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআই দেশের সাবেক ক্রিকেটারদের জন্য কোনো ইতিবাচক
পদক্ষেপ নেয়নি বলেই দাবি করলেন ইন্ডিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রধান অশোক মালহোত্রা।

অশোক মালহোত্রার মতে, সৌরভের মতো ক্রিকেটার বোর্ডের প্রশাসনে থাকা সত্ত্বেও তার কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন,
২৫টির কম প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য পেনশনের ব্যবস্থা করার দাবি তোলে আইসিএ। প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীদেরকে পেনশন দেয়ার একটা দাবি আছে। পাশাপাশি দেশের সাবেক ক্রিকেটারদের স্বাস্থ্যবীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ করারও দাবি জানানো হয়েছে। আর এসব দাবি নিয়ে তারা দীর্ঘদিন অপেক্ষা করবে না বলে হুমকিও দিয়েছে আইসিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *