সুনামগঞ্জে যাত্রী নিয়ে বাস খালে, নিখোঁজ ২১
নিউজ দর্পণ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস।
জানা গেছে, এ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৯ যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিল। এদের মধ্যে চারজন সাঁতরে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
উদ্ধার কর্মীরা জানায়, করোনা কারনে বাসটি গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল হক ভুঁইয়া। তিনি জানান, উদ্ধারকৃতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ডুবুরি দল অভিযানে বাসের ভেতরে আর কাউকে পায়নি। এমনকি বাসের চালক ও হেলপারকেও পাওয়া যায়নি। তারা বের হয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যায় সড়কের পাশের খাদ পানিতে পরিপূর্ণ ছিল। সেই খাদেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
নিউজ দর্পণ/ আরএম