সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক নেতা রিপনকে কুপিয়ে হত্যা : রাস্তা অবরোধ 

নিউজ দর্পণ ডেস্ক: সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ রিপন খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টায় নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে কুপিয়ে হত্যা করা হয় তাকে। ঘটনার প্রতিবাদে রাত প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে শ্রমিকরা।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইকবাল আহমদ রিপন স্থানীয় খোজারখলা গ্রামের বাসিন্দা। তার এক মেয়ে সন্তান রয়েছে।

সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া জানান, বাবনা পয়েন্টস্থ যমুনা ডিপোর পাশে ইকবাল আহমদ রিপনের দোকান রয়েছে। রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা বাবনা পয়েন্টে তার অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা কুপিয়ে রিপনকে কুপিয়ে গুরুতর আহত করলে উপস্থিত জনতা গুরুতর অবস্থায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *