সিরিজ হোক বা না হোক পরিস্থিতি ভালো হলে ক্যাম্প হবে

নিউজ দর্পণ, ঢাকা: সিরিজ আয়োজন হোক বা না হোক পরিস্থিতি ভালো হলে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প হবে এটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সবশেষ স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই সঙ্গে বাংলাদেশ দলের কমে গেল আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলার সুযোগও। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে নতুন করে সিরিজ আয়োজনের কথা হচ্ছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড অন্যতম। যদি এই দুই দেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হয় তাহলেই বেঁচে থাকবে এবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার আশা। সম্ভাবনা রয়েছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিরিজ আয়োজনের। তবে খেলা হোক বা না হোক বাংলাদেশ দলকে প্রস্তুত করতে ঈদের পরই হতে পারে ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমরা আশায় ছিলাম শেষ পর্যন্ত হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।

কিন্তু তা হচ্ছে না। এর আগে এশিয়া কাপও হলো না। সব মিলিয়ে এখন হতাশই বলতে পারেন। তবে আমরা বসে নেই এই বছর চেষ্টা করছি সিরিজ আয়োজনের। তবে তার আগে পরিস্থিতি ভালো হলে আয়োজন করবো জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। যদিও বলতে হচ্ছে ক্যাম্প আয়োজন করতে হলে পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। নয়তো এত ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নেয়া যাবে না।’
এ বছর জুনের শেষ দিকে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত হয়েছে যায়। সফরে খেলার কথা ছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা ছিল টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপে মিশন। তাই পুনরায় শ্রীলঙ্কা সফরটি আয়োজনে বিসিবির চেষ্টা ভীষণ। আকরাম খান বলেন, ‘আমরা চেষ্টা করছি শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটি পুনরায় আয়োজনের। হলে এ বছরই হবে। আর আয়ারল্যান্ডের সঙ্গেও কথা বলছি। আন্তর্জাতিক ক্রিকেট হবেনা তাই তা এখনই বলতে চাচ্ছিনা। পরিস্থিতি উন্নতি হলে ডিসেম্বর পর্যন্ত আমাদের সুযোগ আছে।’ এ বছর মার্চ থেকে শুরু হয় একের পর এক আন্তর্জতিক সিরিজ ও টুর্নামেন্ট বাতিল হওয়া। শুরুতেই এপ্রিলে পাকিস্তানে তৃতীয় দফায় সফরে সিরিজ শেষ টেস্ট স্থগিত হয়ে যায। এরপর আয়ল্যান্ড সিরিজ স্থগিত হয় মে মাসে। সেখানে থেমে থাকেনি একে একে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ স্থগিত হয়। সেই সঙ্গে শেষ হয়ে যায় এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। তাই এখন বাংলাাদেশ দলের সামনে শুধু ভরসা দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট। যদিও আকরাম খানের দাবি সব কিছু ঠিক থাকলে অন্তত আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজ আয়োজন সম্ভব।’

অন্যদিকে সিরিজ আয়োজন হোক বা না হোক পরিস্থিতি ভালো হলে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প হবে এটি নিশ্চিত। শোনা যাচ্ছে মিরপুর শেরে বাংলা মাঠে না হলেও হতে পারে ঢাকার বাইরে যে কোন ভেন্যুতে হতে পারে এই ক্যাম্প। যদিও আকরাম খানের দাবি ক্যাম্প মিরপুরেই হবে। তিনি বলেন, ‘যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে আমরা ক্যাম্প মিরপুর শেরেবাংলা মাঠেই করবো। ঢাকার বাইরে করার চিন্তা করছি না এখনই। আমরা চাইছি ক্যাম্প হলে ঢাকাতেই হোক।’ এ ছাড়াও বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করা ক্রিকেটারদের পরামর্শও দিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটারদের প্রবল ইচ্ছার কারণে ঝুঁকি নিয়েছি। যদিও এখাানে ক্রিকেটারদের ব্যক্তিগত স্বাধীন ইচ্ছার মূল্যায়ন করা হয়েছে। আমরা শুধু ব্যবস্থা করে দিয়েছি। তবে তাদের জন্য পরামর্শ হলো যতটা সম্ভব নিরাপদে থাকা। কোনভাবেই ঝুঁকি না নেয়া। ব্যক্তিগতভাবে আরো কেউ যদি করতে চায় করতে পারে। সারা দেশেই আমরা তার ব্যবস্থা রেখেছি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত রেখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *