সাহেদ আত্মসমর্পণ না করলে গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে আত্মসমর্পণ না করলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সাহেদকে খোঁজা হচ্ছে। তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় গ্রেফতার করা হবে। তার বিদেশ যাওয়ার সুযোগ নেই।
আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাহেদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তারও উচিত আত্মসমর্পণ করা। তিনি বলেন, সাহেদকে ধরতে র্যাব-পুলিশ খুঁজছে। আশা করি, খুব শিগগিরই তা জানাতে পারব।