লা লিগা বার্সেলোনা জেতাতে না পেরে মেসি ক্ষুব্ধ, মর্মাহত
নিউজ দর্পণ ডেস্ক: আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বিজয়ের প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছিল। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাচ্ছিল চারপাশ নিজেদের অনুশীলন মাঠে তখন ২-১ ব্যবধানে এগিয়ে রিয়েল মাদ্রিদ। রেফারি শেষ বাঁশি বাজালেন। উৎসব শুরু হয়ে গেল মাদ্রিদে, গোটা বিশ্বে। ৩৪তম লা লিগা শিরোপা রিয়াল মাদ্রিদের। নাহ বিশ্বে নিশ্চয়ই উৎসব হয়নি! পার্শ্ববর্তী বার্সেলোনায় তখন বাজছিল বিষাদের সুর।
লিওনেল মেসির দল বার্সেলোনার আরেকটি হার। সেটাও ওসাসুনার বিপক্ষে। মেসি গোল করলেন। কিন্তু ২-১ ব্যবধানে দলের পরাজয় এড়াতে পারলেন না। পুরো মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া মেসি পারলেন না লা লিগা জেতাতে। মেসিদের পরাজয়ে আবার স্পষ্ট হলো ফুটবল একক খেলা নয়, দলীয় খেলা। সেই খেলাতেই পথ হারায় বার্সেলোনা। তাইতো দলের ওপর অনেক ক্ষোভ অধিনায়ক মেসির।
‘আমরা মোটেও চাইনি এভাবে মৌসুম শেষ হোক। আমরা বারবার একই ভুল করেছি। আমাদের ভেতরে একাগ্রতা ছিল না। আমরা দল হয়ে খেলতে পারিনি। প্রায়ই পয়েন্ট হারিয়েছি। আজকের ম্যাচটিও সেই ব্যর্থতার চিত্র।’
রিয়াল মাদ্রিদের প্রশংসা করে মেসি বলেছেন,‘বিরতির পর (করোনা ব্রেক) রিয়াল মাদ্রিদ একটি ম্যাচও হারেনি। মাদ্রিদ তাদের কাজটা খুব ভালোভাবে করেছে। ঠিক উল্টো পথে হেঁটেছি আমরা। আমরা ওদের সাহায্য করেছি। আমাদের নিজেদের সমালোচনা নিজেদের করতে হবে। খেলোয়াড় তো বটেই আমাদের দল নির্বাচন থেকে শুরু করে সব কিছুতেই দূর্বল ছিলাম।’
সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ আছে মেসিদের। সেজন্য কঠিন লড়াই করতে হবে তা আগেই জানিয়ে রাখলেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।
‘রোমা ও লিভারপুলের বিপক্ষে হার সমর্থকদের হতাশ করেছে। আমাদের সামনে সুযোগ আছে সমর্থকদের কিছু দেওয়ার। আমরা যদি চ্যাম্পিয়নস লিগে কিছু করতে চাই তাহলে আমাদেরকে অনেক কিছুর পরিবর্তন করতে হবে। চ্যাম্পিয়নস লিগ জেতা সব সময়ই কঠিন। যেহেতু আমরা লা লিগা জিততে পারিনি আমাদের জন্য আরও কঠিন হবে সব কিছু। ক্যাম্প ন্যুতে এখন সব কিছুই উত্তপ্ত। সমর্থকরা ক্ষুব্ধ আমাদের ওপর। এটাই স্বাভাবিক। আমরা তাদেরকে এমন কিছু দিতে পারিনি।’ – যোগ করেন মেসি।