লাৎসিওকে হারিয়ে জয়ে ফিরলো জুভেন্টাস
নিউজ দর্পণ ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে আবারও জয়ে ফিরলো জুভেন্টাস। পর্তুগিজ ফরোয়ার্ডের জোড়া গোলে লাৎসিওকে হারিয়ে টানা নবমবারের মতো সেরি আ জয়ের পথে এগিয়ে গেছে তুরিনের দলটি।
ঘরের মাঠে সোমবার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। লাৎসিওর একমাত্র গোলদাতা চিরো ইম্মোবিলে।
প্রথমার্ধে দু’দলই সুযোগ কাজে লাগাতে না পারায় জালের দেখা পায়নি কেউই। বিরতির পর ৫১তম মিনিটে গোলের দেখা পায় জুভেন্টাস। রোনালদোর শট ডিফেন্ডার বাস্তোসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।
এর তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। দিবালার পাস গোলমুখে পেয়ে অনায়াসে বাকি কাজ সারেন তিনি। এরই সঙ্গে ৩০ গোল নিয়ে আসরে গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে ওঠেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
মাত্রই শীর্ষস্থান হারানো ইম্মোবিলের ৮৩তম মিনিটে সফল স্পট কিকে লড়াই জমে ওঠে। ইতালিয়ান এই ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় সফরকারীরা। রোনালদোর সমান ৩০ গোল হলো তার।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুযোগও এসেছিল লাৎসিওর সামনে। তবে মিলিনকোভিচ-সাভিচের ফ্রি-কিক রুখে দিয়ে জয় নিশ্চিত করেন স্ট্যাসনি।