রাজশাহীতে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
নিউজ দর্পণ, রাজশাহী: রাজশাহীতে আম্বিয়া বেগম (৪০) নামে নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে পবা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।নিহত আম্বিয়া দামকুড়া থানার গোবিন্দপুর এলাকার রেজাউল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে নিখোঁজ হন আম্বিয়া। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে বাড়ির পাশের খড়ের পালা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়।
এর পর খড়ের পালায় তার শরীরের একাংশ দেখা গেলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, নিহত আম্বিয়ার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
আম্বিয়ার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।