মালদ্বীপে এএফসি কাপ
নিউজ দর্পণ ডেস্ক: বাংলাদেশ ও ভারত আবেদন না করায় আগ্রহী মালদ্বীপকে এএফসি কাপের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি কাপের ই-গ্রুপের ম্যাচগুলো মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়াম ও আদ্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই গ্রুপে বসুন্ধরার সঙ্গে রয়েছে মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং ভারতের চেন্নাই সিটি এফসি। নতুন সূচি অনুযায়ী এএফসি কাপে বসুন্ধরা কিংস ২৩শে অক্টোবর ও ৪ঠা নভেম্বর মাজিয়া, ২৬ ও ২৯শে অক্টোবর চেন্নাই সিটি এফসি এবং ১লা নভেম্বর বসুন্ধরা টিসি স্পোর্টসের সঙ্গে লড়বে। এর আগে গত ১১ই মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ১-৫ গোলে হারিয়ে এএফসি কাপে দারুণ অভিষেক হয়েছিল বসুন্ধরা কিংসের।
প্রতিযোগিতায় অংশ নেয়া সফরকারী প্রত্যেকটি দলকে যাতায়াত বাবদ ৪০ হাজার মার্কিন ডলার এবং থাকা-খাওয়া বাবদ ৯০ হাজার মার্কিন ডলার সাবসিডি দেবে এএফসি। দলগুলোর অনুশীলন ব্যবস্থা মালদ্বীপের ফু্টবল এসোসিয়েশন করবে। বৈশ্বিক মহামারির কারণে স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে সব ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিজ নিজ দেশে করোনা পরীক্ষা করাতে হবে।
পরবর্তীতে মালদ্বীপে পৌঁছানোর পর পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করতে হবে বলে এএফসি সূত্রে জানানো হয়েছে।