বৃষ্টিতে বৃদ্ধার ভিক্ষার লাখ টাকা ভিজে গেল
নিউজ দর্পণ ডেস্ক: ভারতের কেরালার কোট্টায়ামে বৃষ্টিতে বৃদ্ধার ভিক্ষার লাখ টাকা ভিজে গেল। কখনো খেয়ে কখনো বা না খেয়ে দিন-রাত কেটেছে। কখনো মন্দিরের সামনে কখনো বা রাস্তায়। সুযোগ বুঝে মানুষের বাড়িতেও ঢুকে গেছেন ভিক্ষার জন্য। এ ভাবে কেটে গেছে ২৫টি বছর। বয়স বাড়ছে। আর আগের মতো ভিক্ষা করতে পারেন না। সঞ্চিত পুটলা রেখে দিয়েছিলেন পাশে। কিন্তু বাধ সাধলো বৃষ্টি। ওই বৃদ্ধার এতো দিনের গোছানো টাকা ভিজে গেল। এর সেই টাকা রোদে শুকাতে দিলেন ওই বৃদ্ধা। পরে গুনে দেখা গেছে সেখানে রয়েছে ভারতীয় ১ লাখ ১০ হাজার টাকা।
ভারতের কেরালার কোট্টায়ামে এ ঘটনা ঘটেছে। পরে সেই বৃদ্ধার নামে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে দিয়েছে স্থানীয় পুলিশ।
জানা গেছে, ওই বৃদ্ধা আগের মতো সকাল-সন্ধ্যে তিনি আর ঘুরে ঘুরে ভিক্ষা চাইতে পারেন না। তাই ভেবেছিলেন, যে কটা দিন বাঁচবেন জমানো টাকা দিয়েই দিন পার করবেন। এ চিন্তা থেকেই তিনি ওই টাকা গুছিয়ে রাখেন। তবে তিনি কখনো গুনে দেখেননি তার সঞ্চয়ের পরিমাণ।
সম্প্রতি বাতিল হওয়া ভারতীয় নোটও বৃদ্ধার পোটলায় ছিলো। আরও পাওয়া যায় পুরনো পাঁচশো, হাজার টাকার নোটও। ফলে প্রায় ৩২ হাজার টাকার নোট বাতিল হয়েছে। তবে নতুন নোটে রয়েছে এক লাখ দশ হাজার টাকার মতো।