বিয়ে করলেন ক্রিকেটার শান্ত

নিউজ দর্পণ, ঢাকা: জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। গত শনিবার (১১ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হোন প্রতিভাবান এ ক্রিকেটার।

পাত্রী সাবরিন সুলতানা রত্নার সঙ্গে চার বছরের প্রণয়ের সম্পর্ক ছিল শান্তর। দুজনেই রাজশাহীর হওয়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। তবে প্রণয় থেকে পরিণয়ের ক্ষেত্রে পরিবার রেখেছে মুখ্য ভূমিকা। পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। শান্তর স্ত্রী সাবরিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যায়নরত।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে শান্ত চার টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ঢাকা প্ল্যাটুনের বিপক্ষে শতক (১১৫*) হাঁকিয়েছিলেন তিনি। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিপিএলে শতকের মালিক হন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে শান্তর সর্বোচ্চ ১৮২০ রানের রেকর্ড এখনো ভাঙতে পারেনি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *